1. »
  2. খেলার মাঠ

বিপিএলের ১২তম আসর শুরু আজ, ৩টায় প্রথম ম্যাচ

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ১১:২৯ এএম | আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ ১১:২৯ এএম

বিপিএলের ১২তম আসর শুরু আজ, ৩টায় প্রথম ম্যাচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। 

এদিন বেলা তিনটায় মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী রয়্যালস।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে ছয়টি ফ্রাঞ্চাইজি। প্রথম দিন সিলেটে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। বেলা তিনটায় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্য দিয়ে শুরু হবে আসর, আর রাত আটটায় দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ নবাগত নোয়াখালী এক্সপ্রেস।

অন্য দুটি ফ্রাঞ্চাইজি হলো ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। এবারের আসরে অংশ নিচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা পর্বে। এর মধ্যে সিলেট ভেন্যুতেই অনুষ্ঠিত হবে মোট ১২টি ম্যাচ। বিপিএলকে সামনে রেখে বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারি, প্রেস বক্স, আউটফিল্ড এবং উইকেটের পরিচর্যার কাজ সম্পন্ন করা হয়েছে।