1. »
  2. অর্থ বাণিজ্য

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে ডিসেম্বরে

শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬ ১১:১৬ এএম | আপডেট: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬ ১১:১৬ এএম

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে ডিসেম্বরে

সদ্য বিদায়ি ২০২৫ সালে দেশে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৮১ কোটি ৬৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। যা আগের বছর ২০২৪ সালের তুলনায় ৫৯২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার বা ২২ দশমিক ০৪ শতাংশ বেশি। এর মধ্যে গত ডিসেম্বর মাসে বছরের সর্বোচ্চ রেমিটেন্স  ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৭৬ লাখ ৫০ হাজার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার, মে মাসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৬০ হাজার, জুনে ২৮২ কোটি ২৫ লাখ ৩০ হাজার, জুলাইতে ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার, অক্টোবরে ২৫৬ কোটি ২৪ লাখ ৪০ হাজার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৪ লাখ ৯০ হাজার ও ডিসেম্বরে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

 বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৪ সালে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬৮৮ কোটি ৮৪ লাখ ২০ হাজার ডলার এবং ২০২৩ সালে ২ হাজার ১৯১ কোটি ৭১ লাখ ৫০ হাজার ডলার। এর আগে ২০২২ সালে আসে ২ হাজার ১২৮ কোটি ৫৪ লাখ ১০ হাজার ডলার। ২০২১ ও ২০২০ সালে দেশে রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ২ হাজার ২০৭ কোটি ২৪ লাখ ৯০ হাজার এবং ২ হাজার ১৭৪ কোটি ১৮ লাখ ৩০ হাজার ডলার।