দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬ ১১:২৭ এএম | আপডেট: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬ ১১:২৭ এএম
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মাঝ নদীতে আটকে আছে দুটি ফেরি।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে থেকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে ফেরি সার্ভিস স্থগিত রাখা হয়েছে।
বাংলাদেশ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের সহকারী-মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, পাটুরিয়া প্রান্তের তিন নম্বর ঘাটে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা ও ভাষা শহীদ বরকত নোঙর করে আছে। এছাড়া একই প্রান্তের চার নম্বর ঘাটে নোঙর করে আছে, রো-রো ফেরি শাহ পরান ও রো-রো ফেরি এনায়েতপুরী। অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের সাত নম্বর ঘাটে নোঙর করে আছে, রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ মখদুম ও ইউটিলিটি ফেরি হাসনাহেনা। এছাড়া ঘনকুয়াশার জালে মাঝ পদ্মায় দৌলতদিয়াগামী যানবাহন ও যাত্রী বোঝাই করে নোঙর করে আছে দুটি ফেরি।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে পাটুরিয়া ঘাট হয়ে সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এটি প্রাকৃতিক কারণে সৃষ্ট সাময়িক পরিস্থিতি। আবহাওয়া অনুকূলে এলেই ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।
আরও পড়ুন
- ফের বাড়ল সোনার দাম, আজ থেকে কার্যকর
- দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে ডিসেম্বরে
- স্বর্ণের দাম কমল ভরিতে ১৪৫৮ টাকা
- কমল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
- আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও ১ মাস
- খেজুর আমদানিতে শুল্ক কমালো সরকার
- সোনার দামে নতুন রেকর্ড, ভরিতে বাড়ল ১০৫০
- বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ১ হাজার ৪৭০