ভারতে বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়, সিদ্ধান্ত বিসিবির
রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ ০৫:০৬ পিএম | আপডেট: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ ০৫:০৬ পিএম
মোস্তাফিজুর রহমান ইস্যুতে রীতিমতো মুখোমুখি অবস্থানে চলে গেছে বিসিবি ও বিসিসিআই। ‘নিরাপত্তার কারণে’ বাংলাদেশি পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই আইসিসির কাছে প্রশ্ন তোলার দাবি উঠেছিল। বিসিবি জানিয়েছিল শিগগিরই আইসিসিকে চিঠি দেবে বোর্ড।
তার আগে বিসিবি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। শিগগিরই ভেন্যু বদলানোর দাবিও তুলবে আইসিসির কাছে। ইতোমধ্যে একটি চিঠি তৈরি করা হয়েছে এই মর্মে। যুগান্তরকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
টি–টোয়েন্টি বিশ্বকাপের আর এক মাস বাকি। ঠিক এই সময়ে এসে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে।
ঘটনার সূত্রপাত গতকাল শনিবার থেকে। বিসিসিআইয়ের ওপর আগে থেকেই চাপ ছিল বাংলাদেশি কোনো ক্রিকেটারকে যেন আইপিএলে খেলতে না দেওয়া হয়। সেই চাপের কাছে নতি স্বীকার করে গতকাল শনিবার বোর্ডের কাছ থেকে নির্দেশনা যায় মোস্তাফিজকে নেওয়া কলকাতা নাইট রাইডার্সের কাছে। এরপরই তারা জানায় বাংলাদেশি এই পেসারকে আর খেলানো সম্ভব নয় আসন্ন আইপিএলে।
এরপর দেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে শনিবার রাতে জরুরি বৈঠকে বসেন বিসিবির ১৭ জন পরিচালক। বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সে বৈঠকের সিদ্ধান্ত অনুসারেই আজ ৪ জানুয়ারি আইসিসিকে একটি চিঠি পাঠায় বিসিবি।
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী ৫ ফেব্রুয়ারি। সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা ও ভারতে। শুধুমাত্র পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে, এভাবেই সূচি সাজানো হয়েছিল। আইসিসি বাংলাদেশের দাবি মানলে লিটন দাসের দলেরও গন্তব্য হতে পারে শ্রীলঙ্কাতেই।
আরও পড়ুন
- বিশ্বকাপে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় বিসিবি
- আইপিএল সম্প্রচার বন্ধ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর নির্দেশ
- অবসরের ঘোষণা দিলেন উসমান খাজা
- বিপিএলের ১২তম আসর শুরু আজ, ৩টায় প্রথম ম্যাচ
- 'ফিফা দ্যা বেস্ট' পুরস্কার জিতলেন দেম্বেলে
- ২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
- মেসির নৈপুণ্যে প্রথম শিরোপার স্বাদ পেলো মায়ামি
- বড় জয়ে প্রথমবারের মতো ফাইনালে মেসির ইন্টার মায়ামি