আজ সরস্বতী পূজা
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ১১:১৯ এএম | আপডেট: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ১১:১৯ এএম
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা আজ। সরস্বতী পূজা বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম ধর্মীয় উৎসব। ধর্মীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে সরস্বতী পৃথিবীতে আসেন। পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দিনটিকে ঘিরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির এবং বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেবেন। এদিন শিশুদের হাতেখড়ির আয়োজনও করা হয়।
পূজার দিন অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় পূজা অনুষ্ঠিত হবে।
এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজাসহ ৭৬টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা সরাসরি এই আয়োজনে অংশ নিচ্ছে। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পুষ্পাঞ্জলি, এরপর প্রসাদ বিতরণ। তারপর আগত অতিথিদের আপ্যায়ন।
জগন্নাথ হলের পুরো মাঠের চারপাশে মণ্ডপ তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউট। হলের পুকুরে চারুকলা ইন্সটিটিউট, উপাসনালয়ে হল প্রশাসন এবং পুকুরপাড়ে জগন্নাথ হলের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যুবাদের সংগঠনের পক্ষ থেকে একটি মণ্ডপের আয়োজন করা হয়েছে।
হল প্রশাসন জানায়, পুরো জগন্নাথ হল এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রবেশপথে মেটাল ডিটেক্টরসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। পূজায় দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজনও রাখা হয়েছে। হল প্রাঙ্গণের ভেতরে শিশু-কিশোরদের চিত্তবিনোদনের জন্য বিভিন্ন রাইড, খেলনা এবং খাবারের দোকানের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন
- গাজীপুরে দুই সন্তানকে নিয়ে গৃহবধূর ট্রেনের নিচে ঝাঁপ
- সমাবেশের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান
- ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত
- ওসমান হাদির সন্তান ও ভাইকে খুনের আশঙ্কায় থানায় জিডি
- রাজধানীতে শিশু নির্যাতনের ঘটনায় স্কুল ব্যবস্থাপক গ্রেপ্তার
- ভাড়াটিয়াকে দিতে হবে গেট ও ছাদের চাবি
- রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০