চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে
সমাবেশের উদ্দেশে রওনা দিয়েছেন তারেক রহমান
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬ ১২:০৬ পিএম | আপডেট: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬ ১২:০৬ পিএম
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে যোগ দিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রওনা হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ১১টার পর তিনি লাল-সবুজ বুলেটপ্রুফ বাসে করে সমাবেশস্থলের উদ্দেশে যাত্রা শুরু করেন।
হোটেল থেকে বের হওয়ার সময় হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানের অপেক্ষায় ছিলেন। তিনি বের হতেই স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। যাত্রাপথের দু’পাশে দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে ও স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান। অনেককে তার গাড়ির দিকে ফুল ছিটাতে দেখা যায়।
তারেক রহমানও বাসের সামনের অংশে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন।
এদিকে তারেক রহমানের সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাসের চারপাশে সার্বক্ষণিক বিজিবির গাড়ি ও সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপি চেয়ারম্যানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফের সদস্যরাও সেখানে উপস্থিত রয়েছেন।
মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকেই পলোগ্রাউন্ড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষ ইতোমধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়ে তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন। এখন মঞ্চে স্থানীয় নেতাকর্মীরা তাদের বক্তব্য দিচ্ছেন।
আরও পড়ুন
- গাজীপুরে দুই সন্তানকে নিয়ে গৃহবধূর ট্রেনের নিচে ঝাঁপ
- ঠাকুরগাঁওয়ে ভূমিকম্প অনুভূত
- ওসমান হাদির সন্তান ও ভাইকে খুনের আশঙ্কায় থানায় জিডি
- আজ সরস্বতী পূজা
- রাজধানীতে শিশু নির্যাতনের ঘটনায় স্কুল ব্যবস্থাপক গ্রেপ্তার
- ভাড়াটিয়াকে দিতে হবে গেট ও ছাদের চাবি
- রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০