1. »
  2. তথ্য প্রযুক্তি

অ্যান্ড্রয়েডে চালু হচ্ছে ‘লিংক ইউর ডিভাইস’ সুবিধা

সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০৯:১০ পিএম | আপডেট: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩ ০৯:১০ পিএম

অ্যান্ড্রয়েডে চালু হচ্ছে ‘লিংক ইউর ডিভাইস’ সুবিধা

গুগল অ্যাকাউন্ট দিয়ে একাধিক স্মার্টফোন-ট্যাবলেট কম্পিউটার যুক্ত করার সুযোগ দিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যুক্ত হচ্ছে ‘লিংক ইউর ডিভাইস’ সুবিধা। 

এ সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা একাধিক ফোন বা ট্যাবলেট কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা যাবে। ফলে ফোনে কথা বলার সময় চাইলেই অন্য ফোনে কল ট্রান্সফারের সুবিধা মিলবে। এমনকি এক ফোনের ইন্টারনেট সংযোগ অন্য ফোনে বা ট্যাবলেট কম্পিউটারে ব্যবহার করা যাবে।

নতুন এ সুবিধা চালুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি গুগল। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমবিশেষজ্ঞ মিশাল রহমান খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (টুইটার) জানিয়েছেন, অ্যান্ড্রয়েডে লিংক ইউর ডিভাইস’ সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। 

এ সুবিধা ব্যবহারের জন্য প্রতিটি যন্ত্রে একই গুগল অ্যাকাউন্ট চালু করে ব্লুটুথ অপশনের মাধ্যমে যন্ত্রগুলোকে লিংক বা যুক্ত করতে হবে। এর ফলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা একাধিক ফোন, ট্যাবলেট কম্পিউটারসহ অন্যান্য যন্ত্রে দ্রুত ফোনকল ট্র্যান্সফারসহ ইন্টারনেট ব্যবহার যাবে।

উল্লেখ্য, একই অ্যাকাউন্ট দিয়ে একাধিক ফোন-ট্যাবলেট কম্পিউটার যুক্তের সুবিধা নতুন নয়। অনেক দিন আগেই এ সুবিধা চালু করেছে অ্যাপল। ফলে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা কেব্‌লের সংযোগ ছাড়াই আইফোনে আসা ফোনকল অন্য যন্ত্রে ট্রান্সফার করতে পারেন। এমনকি এক যন্ত্র থেকে অন্য যন্ত্রের হটস্পট চালু করে ইন্টারনেটও ব্যবহার করতে পারেন তাঁরা।

বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্যামসাং, ওয়ানপ্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের ফোনেও এ সুবিধা রয়েছে। নতুন এ উদ্যোগের ফলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে এ সুবিধা পাওয়া যাবে।

সূত্র: নাইনটুফাইভগুগল