1. »
  2. তথ্য প্রযুক্তি

৪৪০ মেগাপিক্সেল ক্যামেরা আনছে স্যামসাং

মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০৬:৪৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ০৬:৪৮ পিএম

৪৪০ মেগাপিক্সেল ক্যামেরা আনছে স্যামসাং

মোবাইলের ক্যামেরা সেন্সর সবসময় যে খুব কাজে আসে তা নয়। তারপরও ক্যামেরা সেন্সর বড় হলে তা লাইট আরও বেশি ধরতে পারে। তখন ছবির কোয়ালিটি হয় ভালো। 

মোবাইলে মেগাপিক্সেল নাম্বার বেড়েই চলেছে। কিছু বড় কোম্পানি ইতোমধ্যে বড় ও কার্যকরী সেন্সর তৈরি করেছে। তবে এক ইঞ্চি দীর্ঘ সেন্সর ও তাতে ৪৪০ মেগাপিক্সেল ক্যামেরার মার্জিনে গিয়েছে স্যামসাং। 

বলা হচ্ছে, নতুন এই সেন্সরটি সনির আইএমএক্স ৯৮৯ সেন্সরের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে। আর এই সেন্সরটি সম্ভবত পরবর্তী গ্যালাক্সি সিরিজে দেখতে পাওয়া যাবে।