1. »
  2. খেলার মাঠ

টস জিতে বোলিংয়ে পাকিস্তান

রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:২১ পিএম | আপডেট: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:২৩ পিএম

টস জিতে বোলিংয়ে পাকিস্তান

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের ভারত।

আজ রোববার (১০ সেপ্টেম্বর) টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

এর আগে 'এ' গ্রুপ পর্বে মুখোমুখি হয়ে ছিল ভারত-পাকিস্তান। তবে সেই ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

'এ' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে পাকিস্তান। নেপালের বিপক্ষে ২৩৮ রানের জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছিল পাকিস্তান। এরপর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় বাবর আজমের দল।

অন্যদিকে নেপালকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে সুপার ফোরে পা রাখে ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোর যাত্রা শুরু করেছে রোহিত শর্মার দল। 

ভারত একাদশ : রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম- উল হক, সালমান আলি আগা, ইফতেখার আহমেদ, ফাহিম আশরাফ, মোহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, হারিস রউফ এবং নাসিম শাহ।