বাংলাদেশে শুরু, বাংলাদেশেই শেষ বললেন উইলিয়ামস
রবিবার, ১২ মে, ২০২৪ ০৪:৫৭ পিএম | আপডেট: রবিবার, ১২ মে, ২০২৪ ০৪:৫৭ পিএম
বাংলাদেশের মাটিতেই শুরু, শেষটাও হলো বাংলাদেশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ের প্রথম ম্যাচটি খেলেছিলেন শন উইলিয়ামস। বাংলাদেশের বিপক্ষে খুলনার মাঠে ২০০৬ সালের ২৮ নভেম্বরের সেই ম্যাচের একাদশে ছিলেন উইলিয়ামস। সে ম্যাচটা বাংলাদেশ ৪৩ রানে জিতলেও উইলিয়ামসের শেষটা হলো জয় দিয়ে।
১৮ বছর পর একই প্রতিপক্ষের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। আজ বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমে সতীর্থদের সামনে অবসরের ঘোষণা দিয়েছেন উইলিয়ামস। তবে বাকি দুই সংস্করণে খেলা চালিয়ে যাবেন তিনি।
দলের জয়ের দিন ১ ওভার বোলিং করে ১২ রান দিয়ে কোনো উইকেট পাননি। ব্যাটিংয়ে তাঁকে নামতে হয়নি। তাঁর আগেই ৮ উইকেটের সহজ জয় পেয়েছে জিম্বাবুয়ে।
দীর্ঘ ক্যারিয়ারে ৮১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন উইলিয়ামস। ২৩.৪৮ গড় ও ১২৬.৩৮ স্ট্রাইক রেটে ১৬৯১ রান করেছেন, ফিফটি ছিল ১১টি। বাঁহাতি স্পিনেও তিনি ছিলেন কার্যকর, ৭৩ ইনিংসে বল করে ৯.৯৩ ইকোনমি রেটে ৪৮ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন
- প্রথম টি-টোয়েন্টিতে সন্ধ্যায় উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
- থাইল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
- কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
- বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণা
- এশিয়ান কাপ ম্যাচ সামনে রেখে আজ দেশে ফিরছেন হামজা চৌধুরী
- নানান নাটকীয়তা শেষে শুরু হলো বিসিবি নির্বাচন
- আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
- সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ