1. »
  2. খেলার মাঠ

সিরিজ নিশ্চিতের ম্যাচে আজ দুপুরে মাঠে নামছে টাইগাররা

মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ০১:২০ পিএম | আপডেট: মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ০৪:৫২ পিএম

সিরিজ নিশ্চিতের ম্যাচে আজ দুপুরে মাঠে নামছে টাইগাররা

সাগরিকায় আগের দুই ম্যাচ সন্ধ্যা ৬টা শুরু হলেও এবার খেলা শুরু হবে বেলা ৩টায়। তাই এ ম্যাচেও পরিবর্তন আসার সুযোগ বা সম্ভাবনা নেই। নিজেকে প্রমাণে আরও একবার সুযোগ পাচ্ছেন লিটন কুমার দাস। অভিষেকে অর্ধশতক করা তানজিদ হাসান তামিমও থাকবেন এ ম্যাচের একাদশে।

আজ মঙ্গলবার (৭ মে) কিছুক্ষণ পর চট্টগ্রামে সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচ থেকে পাওয়া এক পেশে জয়ে, এরই মধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ দল। এ ম্যাচ জিতলে টাইগাররা নিশ্চিত করে ফেলবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে কথা হয়েছে অনেক। কিন্তু এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজুমল হাসান পাপন।

আগে দুই ম্যাচে টস জিতেও জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল। তাই ব্যাটিং ইউনিট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি সেভাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ব্যাটারদের কাছ থেকে কতখানি ঝলক দেখা যাবে, তার আভাস এখন পর্যন্ত দেখা যায়নি এই সিরিজে।

যদিও রানতাড়া করতে নেমে টপঅর্ডারের মলিন চিত্র কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টকে। এতে এখনই কৌশলগত পরিবর্তন আনতে চাইছে না বাংলাদেশ দল। সিরিজ নিশ্চিত হওয়ার পর, করা হবে পরীক্ষা-নিরীক্ষা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটকিপার), ও মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম।