1. »
  2. খেলার মাঠ

বাংলাদেশের কাছে ৬ রানে হার, যা বলছে ভারতীয় মিডিয়া

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:০২ পিএম | আপডেট: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:০৪ পিএম

বাংলাদেশের কাছে ৬ রানে হার, যা বলছে ভারতীয় মিডিয়া

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের কাছে ৬ রানে হেরেছে ভারত।  এই হারে নেটিজেনরা তুলোধোনা করেছেন ভারতীয় ক্রিকেটারদের। 

আনন্দবাজার পত্রিকা তাদের খেলার পাতায় একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেটি লিখেছেন সাবেক টেস্ট ক্রিকেটার অশোক মালহত্রা। লিখেছেন— এগারো বছর পরে হার, আর কবে দায়িত্ব নেবেন যাদবরা! 

আনন্দবাজার পত্রিকাতেই রোহিত শর্মার আঙ্গুর ফল টক জাতীয় মন্তব্য বেরিয়েছে- তরুণদের পরীক্ষার সামনে দাঁড় করিয়েছিলাম। ওরা ব্যর্থ হলো। একটাই সান্ত্বনা— শুভমন গিলের সেঞ্চুরি।

বিশিষ্ট ক্রিকেট লেখক বিক্রন্ত গুপ্ত তার ইউটিউব চ্যানেলে রোহিত শর্মার সমালোচনা করে বলেছেন— রোহিত সম্ভবত ভুলে গিয়েছিলেন এটি টি-টোয়েন্টি ম্যাচ নয়। কেন তিলক ভারমাকে খেলানোর ঝুঁকি নেওয়া হয়েছিল?

গিল ছাড়া বাকি ব্যাটারদের অবদান কী? মানছি বিরাট কোহলি খেলেননি। কিন্তু অন্য ব্যাটাররা তো ছিলেন।

এক নেটিজেন লিখেছেন— বাংলাদেশের টাইগারদের সামনে ভারতীয় ক্রিকেটাররা নেংটি ইঁদুরে পরিণত হয়েছিল। বাংলাদেশের ৮ উইকেটে করা ২৬৫ রানের জবাবে ভারত ২৫৯ রানে সবাই আউট হয়ে যায়। 

শুভমান গিলের ১৩৩ বলে ৮টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে করা ১২১ রানের ইনিংসটি বৃথা যায়।

এগারো বছর আগে এই এশিয়া কাপের আসরে বাংলাদেশের বিরুদ্ধে শচিন টেন্ডুলকার সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি। শুভমান গিলও পারলেন না। 

তানজিম সাকিবের মতো একজন আনকোরা বোলার দাপটের সঙ্গে বল করল। মেহেদী মিরাজের স্পিন খেলতেই পারলেন না তথাকথিত তারকারা— এই ব্যার্থতার দায় কে নেবে? 

জিঞ্জার স্পোর্টস নামের অপর একটি চ্যানেল ভারতীয় দলের গা ছাড়া আচরণের নিন্দা করেছে।

তাদের বক্তব্য— ফাইনালে তো উঠেই গেছি, এই মানসিকতায় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ক্যাজুয়াল অ্যাপ্রোচ এনে দিয়েছিল। 

অবিনাশ আরিয়ান নামে এক ক্রিকেট সমালোচক বলেছেন— বাংলাদেশ আগেই ছিটকে গেছে এশিয়া কাপ থেকে।

কিন্তু ওদের মানসিকতার ছিটেফোঁটা যদি ভারতীয়দের মধ্যে থাকত! টাইমস অব ইন্ডিয়া শিরোনাম করেছে— ইন্ডিয়াস বেঞ্চ স্ট্রেংথ ফেলস বাংলাদেশ টেস্ট।

তাদের আরও একটি সাব-হেড- হাউ বাংলাদেশ ইকড কাট আ সিক্স রান উইন ওভার ইন্ডিয়া। 

সংবাদ প্রতিদিনের শিরোনামে আক্ষেপ ঝড়ে পড়েছে— গিলের দুরন্ত শতরান, রুদ্ধশ্বাস ম্যাচে ভারতবধ বাংলাদেশের।