1. »
  2. খেলার মাঠ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ

যে একাদশ নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০১:৩০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:৪১ পিএম

যে একাদশ নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ

অসংখ্য শূন্যস্থান পূরণের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ। দুই দলের স্কোয়াড দেখে মনে হতেই পারে গুরুত্বহীন একটা সিরিজ, আদতে তা নয়। ভারত বিশ্বকাপের আগে এটাই শেষ প্রস্তুতির সময়। এই সিরিজেই খুঁজে নিতে হবে সব সমাধান, সব প্রশ্নের উত্তর। আজকের ম্যাচের একাদশেই মিলবে যার আভাস।

আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বেলা ২টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে উভয় দল। 

মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে খেলা। যদিও উভয় দলেই নেই একাধিক তারকা ক্রিকেটার।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই, নেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা আরো পাঁচ ক্রিকেটার। তবে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা। 

দীর্ঘদিন দলের বাহিরে থাকার পর নিজেদের ঝালিয়ে নিতেই এই সিরিজে আছেন তারা। একাদশে তাই তাদের থাকাটা নিশ্চিতই।

অধিনায়ক লিটনের সাথে তাই ইনিংস উদ্বোধন করতে নামবেন তামিম। তিনে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। এশিয়া কাপের শেষ ম্যাচে তিনে খেলেছেন এই ওপেনার। 

তানজিদ তামিম ও জাকির হাসান, এখানে বিজয়ের প্রতিদ্বন্দ্বী। চারে তাওহীদ হৃদয় অনেকটাই নিশ্চিত।

পাঁচে খেলতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তাকে যোগ্য করে তুলতে চেষ্টা অব্যাহত রেখেছে বিসিবি। 

সাতে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে। প্রস্তুতি ম্যাচে বেশ ভালো ব্যাট করেছেন এই ব্যাটার।

আটে শেখ মেহেদী ও নয় নম্বরে নাসুম আহমেদ থাকছেন বলা যায় নিশ্চিতভাবেই। আর দুই পেসার হিসেবে থাকতে পারেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। দু'জনেই এশিয়া কাপের শেষ ম্যাচে একাদশে ছিলেন।

যেমন হতে পারে একাদশ : তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়/জাকির হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।