1. »
  2. শিল্প সাহিত্য

নিয়মের অনিয়ম

রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ০৩:১১ পিএম | আপডেট: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩ ০৩:৪৩ পিএম

নিয়মের অনিয়ম

সেদিন হয়েছে বাসি 
রাজারা যেদিন সাদা আছিল প্রজা ছিল বঙ্গবাসী।
নতুন রাজার নব কৌশল খোঁজে আইনের ফের 
জনমানুষেরে প্রজা বানানোর নিয়ম করেছে ঢের। 

তুমি নরকের কীট 
আইনের ফেরে দেশের সাথে করিতে চাও কি চিট? 
দেশের দশের ভাল মন্দে আইন রচিত হয় 
জ্ঞানী-গুনীরা একসাথে করে সংবিধান তারে কয়। 

যুগের ধর্ম এই 
কাটা-ছেঁড়া সেথা হয়নি কখনো এর উদাহরণ নেই। 
মানুষের জন্য আইন রচনা মানুষেতে মুসবিদা 
আইনের জন্য মানুষ, একথা কহিছে কোন গাধা?

মিথ্যার বেসাতি করে 
পরিণামে কেউ জেতেনি কখনো সবাই বলেছে পরে।
তোমার মুখোঁশ খুলে যাবে সহসা, বের হবে চেহারা 
পালাবে কোথায়? কে দেবে তোমাকে দিনরাত পাহারা।

বিদ্রোহী মোরা নই 
বিজাতি শাসন করেছি বিদায় ভাই ভাই এক হই।
দ্রোহের আগুন করে প্রশমিত দেশের স্বার্থ জ্ঞানে 
হও আগুয়ান মিটিয়ে বিবাদ দেশ মাতারই টানে। 

লেখক: মোঃ জাকির হোসেন সরকার, 
সাবেক উপজেলা চেয়ারম্যান কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ ও ব্যবস্থাপনা পরিচালক, সরকার গ্রুপ।