1. »
  2. শিল্প সাহিত্য

সুশীল সুনাগরিক

সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ০৩:২৯ পিএম | আপডেট: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ০৩:৩৫ পিএম

সুশীল সুনাগরিক

আমি সুশীল সুনাগরিক
অনুগত আদর্শ দিগ্বিজয়ী এক সৈনিক। 

আমি নিঃশঙ্ক আমি দুর্বার 
অত্যাচারীর খড়গ কৃপাণ ভেঙ্গে করি আমি চুরমার।

আমার নেই কোন পিছুটান 
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গাহি জীবনের গান।

আমি আইন মানিয়া চলি 
নির্যাতিতের পাশে দাঁড়িয়ে নির্ভয়ে কথা বলি। 

আমি চঞ্চল আমি ব্যস্ত
নির্ভিক যারা ধাবমান, চুমি তার আমি হস্ত। 

আমি চাই মোর অধিকার 
অস্ত্রহাতে মুক্তিযুদ্ধে যেতে চাই আমি আরবার। 

আমি চাই বাক স্বাধীনতা
মসিলিপ্ত সাদা কাগজে ঝেড়ে ফেলি শত ব্যাকুলতা।

আমি চাই জনতার মুক্তি 
বাঁধন হারা আমি নটরাজ ছুঁড়ে ফেলি খোঁড়া যুক্তি।

আমি বিশ্বাসী অতি সাচ্চা 
মীরজাফরা চিহ্নিত আজ বুকে বল মোর আচ্ছা।

আমি অস্হির এক রণবীর
শত ঝঞ্ঝা কালবৈশাখীতে লক্ষ্য আমার স্হির।

মোরে নিয়মের ফেরে বেঁধোনা
আমি অত্যাচারীর ফরমায়েশি আইনের রায় মানিনা।

আমি গড়ে তুলি প্রতিরোধ 
রক্তে লিখিব সব অবিচার অত্যাচারের প্রতিশোধ।

আমি সেই মোহনলাল
ক্লাইভের খুনে পলাশীর মাঠ করব এবার লাল। 

আমার নেই কোন ক্ষয়
যুগে যুগে আমি পথ দেখিয়েছি আমি দুর্বার দুর্জয়।

কবি : প্রকৌশলী মোঃ জাকির হোসেন সরকার, 
সাবেক উপজেলা চেয়ারম্যান কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ ও ব্যবস্থাপনা পরিচালক, সরকার গ্রুপ।