1. »
  2. শিল্প সাহিত্য

শুভ জন্মদিন কথার জাদুকর হুমায়ূন আহমেদ

সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০৩:৩৩ পিএম | আপডেট: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ০৩:৩৩ পিএম

শুভ জন্মদিন কথার জাদুকর হুমায়ূন আহমেদ

*‘জন্মদিনে আনন্দিত হওয়ার কিছু নেই। জন্মদিন মানেই মৃত্যুর দিকে আরও একটি বছর এগিয়ে যাওয়া।’

*‘পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে। কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে।’

*‘বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে। মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।’

ওপরের তিনটি উক্তিই প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর পৃথিবীর আলো দেখেছিলেন তিনি। আবার ১৯ জুলাই ২০১২ সালে চলেও গেছেন। জীবদ্দশায় মানুষের জন্ম, মৃত্যু ও জীবন দর্শন নিয়ে করে গেছেন নানা বিশ্লেষণ। তার জন্মদিন উপলক্ষ্যে যুগান্তরের এ বিশেষ আয়োজন।