1. »
  2. খেলার মাঠ

আর্জেন্টিনার পরের দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত

মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪ ০৫:০১ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪ ০৫:০১ পিএম

আর্জেন্টিনার পরের দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত

আর্জেন্টিনা সর্বশেষ মাঠে নেমেছিল গত বছরের নভেম্বরে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলেছিল লিওনেল মেসির দল। উরুগুয়ের কাছে ২-০ গোলে হারার পর ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল তারা। আর্জেন্টিনা আবার মাঠে নামবে আগামী মার্চে। এশিয়া সফরে চীনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা খেলবে নাইজেরিয়া ও আইভরিকোস্টের বিপক্ষে, নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। 

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার পরবর্তী দুটি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত করেছে।

আর্জেন্টিনা নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি খেলবে হাংজুতে অলিম্পিকস স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে। আর আইভরিকোস্টের বিপক্ষে তারা খেলবে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে। ম্যাচ দুটি হবে ১৮ থেকে ২৬ মার্চের মধ্যে।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চীন সফরে চীনের বিপক্ষে আর্জেন্টিনার খেলার বিষয়টিও বিবেচনা করা হয়েছিল। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে চীনের ম্যাচ থাকায় সেটি সম্ভব হচ্ছে না। জুনে কোপা আমেরিকায় মাঠে নামার আগে এ দুটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচ। সেই হিসেবে পুরো দলকে এক সুতোয় গাঁথার জন্য সফরটি আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ।

গত নভেম্বরে লিওনেল স্কালোনির সম্ভাব্য বিদায়ের গুঞ্জনে আর্জেন্টিনা দলে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল। তবে জানা গেছে, আপাতত স্কালোনি দল ছাড়ছেন না। কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। এরপর ১০ ম্যাচ খেলে আর্জেন্টিনা শুধু হেরেছে উরুগুয়ের বিপক্ষে। মেসিও চোটেরে অস্বস্তি কাটিয়ে ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমেছেন।