1. »
  2. খেলার মাঠ

কঠিন সমীকরণে আজ মাঠে নামছে বাংলাদেশ

বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪ ০১:৪৩ পিএম | আপডেট: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪ ০১:৪৩ পিএম

কঠিন সমীকরণে আজ মাঠে নামছে বাংলাদেশ

ভারতের কাছে হার এখনো পোড়াচ্ছে বাংলাদেশকে। ফেলে দিয়েছেন কঠিন সমীকরণের মারপ্যাঁচে। নেপালের বিপক্ষে সহজ ম্যাচের আগেও তাই গলার কাঁটা সেই ভারতের কাছে হার। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে আইসিসির নতুন নিয়মটাই বেড়াজালে আটকে দিচ্ছে জুনিয়র টাইগারদের।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে আজ বুধবার সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ এশিয়ার দেশ নেপাল। স্বাভাবিকভাবেই খানিকটা নিশ্চিত থাকার কথা মাহফুজুর রাব্বিদের। তবে তা আর হচ্ছে না।

আসরে নিজেদের প্রথম ম্যাচে গ্রুপ পর্বে ভারতের কাছে হার কঠিন করে তুলেছে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন। অসম্ভব কিছু না ঘটলে যা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কাগজে-কলমে ব্যাকফুটে থাকলেও একেবার অসম্ভব নয়। সেজন্য প্রথমে টপকাতে হবে আজ নেপাল বাধা। থাকবে রানরেট বাড়িয়ে নেয়ার চ্যালেঞ্জ।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের পয়েন্ট যোগ হচ্ছে সুপার সিক্সেও। দুই পর্ব মিলিয়ে সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল যাবে সেমিফাইনালে। আর ভারতের কাছে হেরে এখানেই পিছিয়ে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সামনে ভারত ও পাকিস্তান।

আজ নেপালের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলে ঘুরে যেতে পারে ভাগ্যের চাকাও। দুপুর ২টায় সেই লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল।