মুন্সীগঞ্জে ‘হিট স্ট্রোকে’ ২ জনের মৃত্যু
মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০৪:৩০ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ০৬:৩১ পিএম
মুন্সীগঞ্জে বুধবার ‘হিট স্ট্রোকে’ দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তারা হলেন- ওমর আলী (৬৫) ও আব্দুল বাতেন মাঝি (৬৮)। দুজনের বাড়ি সদর উপজেলায়।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ওমর আলীকে আজ সকাল পৌনে ১১টার দিকে এবং আব্দুল বাতেন মাঝিকে সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। ওমর আলী চরকিশোরগঞ্জের বাবুরারি হাজারীর ছেলে এবং আব্দুল বাতেন মাঝি মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুরের ওলিউল্লা মাস্টারের ছেলে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তীব্র গরমে ওমর আলী মাঠে কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন। আর আব্দুল বাতেন মাঝি শহরের বাজার একালায় ছিলেন। কিন্তু তাদের দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে হিট স্ট্রোকের উপসর্গ ছিল।
এছাড়া আরও চারজনকে হিট স্ট্রোকের উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকি একজনকে চিকিৎসা শেষে বাড়ি ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
- একদিনে ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু
- ডেঙ্গুতে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৪
- ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ সেই মায়ের লাশ মিলল ডিএনএ পরীক্ষায়
- জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল
- গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৫৯
- সাড়ে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার
- হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপিত
- বাংলাদেশে এইচএমপিভিতে আক্রান্ত রোগীর মৃত্যু