প্যারাগুয়েকে ৪ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল
শনিবার, ২৯ জুন, ২০২৪ ১২:৫৪ পিএম | আপডেট: শনিবার, ২৯ জুন, ২০২৪ ০১:৫৪ পিএম
কোপা আমেরিকায় শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। প্রথম ম্যাচে ড্র করেছিল কোস্টারিকার বিরুদ্ধে। প্যারাগুয়ের বিরুদ্ধে আজ আবার জয়ের পথে ফিরল ব্রাজিল। জোড়া গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র। কোপা আমেরিকায় ৪-১ গোলে জিতল ব্রাজিল।
প্যারাগুয়ের বিরুদ্ধে ৪-২-৩-১ ফর্মেশনে দল সাজিয়েছিলেন ব্রাজিলের কোচ দোরিভাল জুনিয়র। সামনে রদ্রিগো। তাঁর পিছনে ভিনিসিয়াস জুনিয়র, লুকাস পাকুয়েটা এবং স্যাভিয়ো। এই চারজনের আক্রমণ সামলাতে পারছিলেন না প্যারাগুয়ের ফুটবলারেরা।
ব্রাজিলের প্রথম গোলটি করেন ভিনিসিয়াস। ব্রাজিলের সাত নম্বর জার্সিধারি গোল করে এগিয়ে দেন দলকে। পাকুয়েটার বাড়িয়ে দেওয়া থ্রু থেকে গোল করেন ভিনিসিয়াস। ৩৫ মিনিটের মাথায় এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয় গোল পেতে দেরি হয়নি। ৪৩ মিনিটের মাথায় গোল করেন স্যাভিয়ো। রদ্রিগোর গোলমুখী শট আটকে দিয়েছিলেন প্যারাগুয়ের গোলরক্ষক মরিনিগো। কিন্তু বল ধরতে পারেননি তিনি। রক্ষণ ভাগের খেলোয়াড়েরা সেই বল ক্লিয়ার করতে পারেননি। সুযোগসন্ধানী স্যাভিয়ো দেরি করেননি। বল জালে জড়িয়ে দেন ২০ বছরের তরুণ ফুটবলার।
প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। অতিরিক্ত সময়ে আবার গোল করেন ভিনিসিয়াস। ওই সময় প্যারাগুয়ের রক্ষণ ভাগকে বেশ ছন্নছাড়া দেখাচ্ছিল। বল ক্লিয়ার করতে গিয়ে ভিনিসিয়াসের পায়ে তুলে দিয়েছিলেন প্যারাগুয়ের অ্যাল্ডেরেট। গোল করতে ভুল করেননি রিয়াল মাদ্রিদের ভিনি।
আরও পড়ুন
- প্রথম টি-টোয়েন্টিতে সন্ধ্যায় উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
- থাইল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
- কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
- বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণা
- এশিয়ান কাপ ম্যাচ সামনে রেখে আজ দেশে ফিরছেন হামজা চৌধুরী
- নানান নাটকীয়তা শেষে শুরু হলো বিসিবি নির্বাচন
- আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
- সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ