রোনালদোর ইউরো ক্যারিয়ার শেষ করে সেমিতে ফ্রান্স
শনিবার, ৬ জুলাই, ২০২৪ ১২:১৫ পিএম | আপডেট: শনিবার, ৬ জুলাই, ২০২৪ ১২:৩৮ পিএম
 
                        আগেই নিশ্চিত করেছিলেন এটাই ক্যারিয়ারের শেষ ইউরো। শেষটা রাঙাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তার দল পর্তুগালের এবারের ইউরোতে পথচলা শেষ হলো কোয়ার্টার ফাইনালেই। টাইব্রেকারে তাদের হারিয়ে সেমিফাইনালে উঠলো ফ্রান্স।
আজ ইউরোতে সেমিতে ওঠার লড়াইয়ে ফ্রান্স-পর্তুগাল ম্যাচ নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত ৩০ মিনিটেও গোল শূন্য ছিল। এরপর টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় পায় ফরাসিরা। ফ্রান্স টানা ৫ শটে গোল করায় শেষ শট নেওয়ার সুযোগই পায়নি পর্তুগাল।
টাইব্রেকারে প্রথম ২ শটে দুই দলই গোল করে। তবে তৃতীয় শটে পর্তুগালের জোয়াও ফিলিক্সের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর প্রয়োজন ছিল পর্তুগিজ গোলরক্ষকের অন্তত একটি সেভ করা। কিন্তু আগের ম্যাচে টানা ৩ সেভ দেওয়া দিয়েগো কস্তা আজ একটাও সেভ করতে পারেননি। টানা ৫ শটে গোল করে সেমিফাইনালে ওঠার উল্লাসে মাতে ফরাসিরা।
আরও পড়ুন
- প্রথম টি-টোয়েন্টিতে সন্ধ্যায় উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
- থাইল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
- কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
- বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণা
- এশিয়ান কাপ ম্যাচ সামনে রেখে আজ দেশে ফিরছেন হামজা চৌধুরী
- নানান নাটকীয়তা শেষে শুরু হলো বিসিবি নির্বাচন
- আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
- সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
 
                 
                 
                             
                             
                            