পেঁয়াজ রফতানিতে শুল্ক কমালো ভারত
শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৩০ পিএম | আপডেট: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:৩১ পিএম

পেঁয়াজ রফতানিতে বেঁধে দেয়া শুল্ক অবশেষে কমালো ভারত। এর আগে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সঙ্কট ও দাম বৃদ্ধির অজুহাতে রফতানিতে ৪০ ভাগ শুল্ক আরোপ করে দেশটি।
গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড পেঁয়াজের সর্বনিম্ন রফতানিমূল্য সংক্রান্ত শর্ত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন যেকোনো দামে পেঁয়াজ রফতানি করতে পারবে।
একই দিন ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তটি ভারতীয় ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়।
বিজ্ঞপ্তির কপি পাঠিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ব্যবসায়ীরা। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ে যে অস্থিরতা, সেটি কেটে যাবে বলে জানিয়েছে আমদানিকারকরা।
আরও পড়ুন
- লিটারে ১৯ টাকা কমল পাম অয়েলের দাম
- জুলাই মাসে প্রবাসী আয় ২৪৭ কোটি ডলার
- কমলো এলপি গ্যাসের দাম
- একদিনেই বদলি এনবিআরের ৪৯ কর্মকর্তা
- বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার
- ফের বাড়লো সোনার দাম, ভরি ১৭১৬০১ টাকা
- এবার স্বর্ণের দাম কমলো ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা
- ‘নতুন অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা’