সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্রদলের শোক
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:২৮ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ০৫:২৮ পিএম
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এ মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক শোক বার্তায় সংগঠনটির আহবায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এ মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জানা গেছে, নিহত মনির কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বেল্লাল হোসেনের ছেলে।
উল্লেখ, গতকাল দুপুর দুইটার পর ক্লাস শেষে সিএনজিতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মনির। পরে বিকেল পৌনে ৩টার দিকে কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে তার মাথায় মারাত্মকভাবে জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকেল পৌনে ৪টার দিকে অপারেশন থিয়েটারে মৃত্যুবরণ করেন তিনি।
ইবি প্রতিনিধি : ই এইচ ফারহান
আরও পড়ুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
- ঢাবির 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- শাকসু নির্বাচন স্থগিত
- এখনো বই পাইনি মাধ্যমিক ও ইবতেদায়ীর বেশি ভাগ শিক্ষার্থী
- ২০২৬ এসএসসি পরীক্ষা কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ
- পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই চলছে জকসু নির্বাচন
- জকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে
- জাবির হল থেকে বিদেশি মদসহ শিক্ষার্থী আটক