সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল
রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ০৫:১৬ পিএম | আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ০৫:১৬ পিএম

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এর আগে প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে হিসাব বিবরণী দেওয়ার কথা থাকলেও এ বছর তা ৩০ নভেম্বরের মধ্যে দিতে বলেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
দুর্নীতির লাগাম টানতে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯, যা ২০০২–এ সংশোধনী এনে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী পাঁচ বছর পরপর দেয়ার বিধান করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদেরকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেয়া হয়।
এদিকে, আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। রিটার্ন দাখিলের শেষ দিন নির্ধারিত ছিল ৩০ নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়।
আরও পড়ুন
- আজ থেকে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হবে সোনা, বেড়েছে রুপার দামও
- সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ টাকা
- দেশের ইতিহাসে আজ সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা
- শ্রমিকদের স্বার্থে আইএলওর তিন কনভেনশনে সই করছে সরকার
- সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের
- প্রথম চালানে ভারতে গেল সাড়ে ৩৭ টন ইলিশ
- গরমে বছরে ২১ হাজার কোটি টাকার ক্ষতি বাংলাদেশের
- ‘বাংলাদেশে উড়োজাহাজ ও এলএনজি রপ্তানি করতে চায় যুক্তরাষ্ট্র’