‘বাস্তবতা বিবেচনায় ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে’
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ ০৮:০৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ ০৮:০৩ পিএম

বাস্তবতা বিবেচনায় ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন।
আজ মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বাণিজ্য উপদেষ্টা জানান, টিসিবি থেকে ১ কোটি পরিবারকে খাদ্য সহায়তা দিতে প্রতি বছর ৪ হাজার ৫০০ কোটি টাকা সরকারি ভর্তুকি প্রদান করা হয়। তবে কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। যাচাই-বাছাইয়ের পর কার্ডের সংখ্যা ৫৭ লাখে নামিয়ে আনা হয়েছে, যাতে সরকারি ভর্তুকি সঠিকভাবে ব্যবহার হয়।
কৃষি এবং শিল্পকে রাষ্ট্রের উন্নয়নের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, ‘প্রান্তিক মানুষের কাছে আর্থিক সুবিধা পৌঁছে দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জমির স্বল্পতা থাকায় উৎপাদনশীলতা বাড়াতে হবে। ভবিষ্যতে ভূরাজনৈতিক সুবিধা অর্জনের ক্ষেত্রেও কৃষি বড় ভূমিকা রাখবে।
বাণিজ্য উপদেষ্টা জানান, ‘সরবরাহ বাড়ানোর মাধ্যমে মূল্য কমানোর চেষ্টা চলছে। বিশেষ করে তেল ও চিনির বাজারে সরবরাহকারী প্রতিষ্ঠান খুব কম। এর মধ্যে একটি বড় প্রতিষ্ঠানের কর্ণধার দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং কয়েকটি ব্যাংকও ক্ষতির মুখে পড়েছে।
তিনি বলেন, সরকারি উদ্যোগে সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। সরকারের ভর্তুকি যেন প্রকৃতপক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, সেটি নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন
- লিটারে ১৯ টাকা কমল পাম অয়েলের দাম
- জুলাই মাসে প্রবাসী আয় ২৪৭ কোটি ডলার
- কমলো এলপি গ্যাসের দাম
- একদিনেই বদলি এনবিআরের ৪৯ কর্মকর্তা
- বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার
- ফের বাড়লো সোনার দাম, ভরি ১৭১৬০১ টাকা
- এবার স্বর্ণের দাম কমলো ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা
- ‘নতুন অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা’