বর্ষবরণের রাতে আতশবাজি-ফানুস ওড়ানো বন্ধে রিট
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ০৩:৫৫ পিএম | আপডেট: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ০৩:৫৫ পিএম

৩১ ডিসেম্বর খ্রিষ্টীয় বর্ষবরণের রাতে (থার্টি ফার্স্ট নাইট) সারা দেশের বাসা-বাড়ির ছাদে আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধের নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) এ বিষয়টি জানা গেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল আশরাফ উজ্জামান বাদী হয়ে রিটটি দায়ের করেন।
এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে বিবাদী করা হয়েছে।
পরে এ বিষয়ে রিটকারী আইনজীবী আশরাফ উজ্জামান বলেন, রাত ১১টা থেকে ১টা পর্যন্ত থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে তীব্র শব্দ দিয়ে কোনো অনুষ্ঠান না করা এবং বাসা-বাড়ির ছাদে আতশবাজি-পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাত ১০টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্তস্থানে জনসমাগম বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।
পাশাপাশি ওইদিন আতশবাজি-পটকা ও ফানুস বেচাকেনা বন্ধ চাওয়া হয়েছে। এসব ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা এই রিটে চাওয়া হয়েছে।
আরও পড়ুন
- সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী-ভাইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ
- পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী তাজবীর হাসান আটক
- ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল
- সিলেটের ডিসি সারয়ার আলমকে শোকজ
- স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান
- শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী মামুনের জেরা চলছে
- ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ফ্লাইট চলাচল বন্ধ
- স্ত্রীসহ জিএম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা