যৌথ বাহিনীর অভিযানে দেশজুড়ে একদিনে গ্রেপ্তার ১৭৭৫
বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৩১ এএম | আপডেট: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ ১০:৩১ এএম

দেশজুড়ে যৌথ বাহিনীর চালানো বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৬০৭ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ১,১৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন মোট ১,৭৭৫ জন।
গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপর থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটারগান ও পাইপগান, দুই রাউন্ডগুলিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে গত রবিবার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ‘অপারেশন ডেভিল হান্টে’ ৩৪৩ জনের পাশাপাশি বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে গত শনিবার থেকে সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এ অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।
গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অপারেশনে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে।
আরও পড়ুন
- টঙ্গীতে ড্রেনে পড়ে নারী নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
- কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ৬০ কিমি. বেগে ঝড়ের আভাস
- রাঙামাটির পাহাড়ে গোলাগুলি, চলছে সেনাবাহিনীর অভিযান
- সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
- প্রথমে পুলিশ নিয়ে বাসায়, হুমকি দিয়ে ১০ লাখ টাকা নেন বৈষম্যবিরোধী নেতারা
- মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়ানও
- আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
- দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস