আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ১১:০০ এএম | আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ১১:০০ এএম
সাভারের আশুলিয়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে দোকানে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গণমাধ্যমকে এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সকালে ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
আটকরা হলেন- অভি রহমান (১৬), সমির দাস (২৫) ও শুভ ইসলাম (১৭)। তারা সবাই আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুরের মোল্লাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে ভুক্তভোগী ছাত্রীকে ইয়ারপুর এলাকার শাহীন সাউন্ড সিস্টেম দোকানের ভেতরে ডেকে নেন ওই প্রতিষ্ঠানের কর্মচারী অভি। এ সময় উপস্থিত আরও দুইজনের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। পরে সকালে ওই শিক্ষার্থী দোকান থেকে ছাড়া পেয়ে পুলিশকে ঘটনাটি অবহিত করেন।
আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। পরে দুপুরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। কিন্তু আজ শুনানি না হওয়ায় সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- মেট্রোরেল চলাচল স্বাভাবিক
- দেশজুড়ে টানা ৫ দিন বর্ষণের আভাস, কমতে পারে তাপমাত্রা
- নিজেই বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন সেই খতিব: জিএমপি
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের দাফন সম্পন্ন
- মেট্রোলাইনের বিয়ারিং প্যাড মাথায় পড়ে পথচারী নিহত, মেট্রো চলাচল বন্ধ
- ঢাকার বাতাসে গ্যাসের গন্ধে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান তিতাসের
- যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি ভাইরাল, যা বলছে কর্তৃপক্ষ
- জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১