বিজিবির প্রতিবাদের পর কুড়িগ্রাম সীমান্তের সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ
বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৩৭ পিএম | আপডেট: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৩৭ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা বিজিবির প্রতিবাদের পর সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শূন্যরেখার একটি গাছের ওপর লাগানো ক্যামেরাটি খুলে নেয়া হয়।
এর আগে, গতকাল দুপুরে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিতে সম্মত হয়। পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান। বিএসএফের নেতৃত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমার মনোজ।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রোববার রাতে পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর ৯ নাম্বার সাব পিলারের কাছে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা সিসি ক্যামেরাটি স্থাপন করেন। ওই ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।
আরও পড়ুন
- টঙ্গীতে ড্রেনে পড়ে নারী নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
- কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ৬০ কিমি. বেগে ঝড়ের আভাস
- রাঙামাটির পাহাড়ে গোলাগুলি, চলছে সেনাবাহিনীর অভিযান
- সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
- প্রথমে পুলিশ নিয়ে বাসায়, হুমকি দিয়ে ১০ লাখ টাকা নেন বৈষম্যবিরোধী নেতারা
- মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়ানও
- আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
- দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস