অপারেশন ডেভিল হান্ট : ২৪ ঘন্টায় সারাদেশে আরও ৬১৮ গ্রেপ্তার
শনিবার, ১ মার্চ, ২০২৫ ১১:০৮ এএম | আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫ ১১:০৮ এএম

ঢাকাসহ সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরও ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৬১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৭৮৬ জনকে। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছেন।
গ্রেপ্তারের পাশাপাশি দুটি টিপ ছোরা, লোহার রড একটি, দেশীয় এলজি একটি, কার্তুজ একটি, ছুরি একটি, চাকু চারটি ও একটি সুইচ গিয়ার উদ্ধার হয়।
গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে এই অভিযানে এখন পর্যন্ত ১১ হাজার ৯৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে শিক্ষার্থীদের ওপর হামলা করেন স্থানীয় বাসিন্দারা। এতে আহত হন অন্তত ১৫ শিক্ষার্থী।
গাজীপুরের এ ঘটনার পরই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর ৮ ফেব্রুয়ারি রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।
আরও পড়ুন
- টঙ্গীতে ড্রেনে পড়ে নারী নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
- কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ৬০ কিমি. বেগে ঝড়ের আভাস
- রাঙামাটির পাহাড়ে গোলাগুলি, চলছে সেনাবাহিনীর অভিযান
- সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
- প্রথমে পুলিশ নিয়ে বাসায়, হুমকি দিয়ে ১০ লাখ টাকা নেন বৈষম্যবিরোধী নেতারা
- মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়ানও
- আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
- দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস