পাবনায় ৮শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ০৮:১৯ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ ০৮:১৯ পিএম

পাবনার আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের (এবি ট্রাস্ট) উদ্যোগে ৮শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কুঠিপাড়া আহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রম শুরু হয়।
ইফতার বিতরণ কর্মসূচি উদ্ভোধন করেন এবি ট্রাস্টের চেয়ারম্যান, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী, শ্রমিক দলের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মশিউর রহমান মন্ডল এবং অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান।
এছাড়া পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ সহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পাবনায় শিমুল বিশ্বাস এর উদ্যোগে বিগত সময় থেকে সাধারণ জনগণের সেবায় কাজ হচ্ছে, যা চলমান রয়েছে। এই মানব সেবার কাজ এগিয়ে নিতে জেলা প্রশাসক এর তরফ থেকে সাহায্য করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
আরও পড়ুন
- টঙ্গীতে ড্রেনে পড়ে নারী নিখোঁজের ৩৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
- কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ৬০ কিমি. বেগে ঝড়ের আভাস
- রাঙামাটির পাহাড়ে গোলাগুলি, চলছে সেনাবাহিনীর অভিযান
- সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা
- প্রথমে পুলিশ নিয়ে বাসায়, হুমকি দিয়ে ১০ লাখ টাকা নেন বৈষম্যবিরোধী নেতারা
- মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়ানও
- আশুলিয়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে দোকানে আটকে পালাক্রমে ধর্ষণ, আটক ৩
- দেশের ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস