আগামী ২২-২৪ মে কেআইবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'এনসিসি ব্যাংক পলিসি সামিট ২০২৫'
সংবাদদাতা: মোজাহিদ বিল্লাহ, বিডি প্রেস মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ১১:২৫ এএম | আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ০২:০৮ পিএম

আগামী ২২-২৪ বাংলাদেশ কৃষিবিদ ইন্সটিটিউট অডিটোরিয়ামে (কেআইবি) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে "এনসিসি ব্যাংক পিএলসি প্রেজেন্টস ফিনিক্স সামিট ২০২৫। অনুষ্ঠনটিতে পরিষেবা প্রদান করছে "ঢাকা ব্যাংক"।
অনুষ্ঠানের সফলতা কামনায় এক লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদিকদের আমন্ত্রণ জানান 'দা টিম ফিনিক্সে'র অফিসার ইমতিয়াজ ওয়াসিফ। আয়োজনটি সকাল ১০ টা থেকে সুন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে।
এই আন্তর্জাতিক মানের আয়োজনের মূল প্রতিপাদ্য- "Resilience, Reinvention, Rise"- যার মাধ্যমে দেশের উদ্যোক্তা, কর্পোরেট লিডার, ইনোভেটর, শিক্ষাবিদ এবং তরুণ প্রজন্মের মাঝে একটি যুগান্তকারী ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম তৈরি হবে।
অনুষ্ঠানে থাকবে, স্বনামধন্য জাতীয় ও আন্তর্জাতিক বক্তাদের প্রেজেন্টেশন কর্পোরেট ইনোভেশন ও ডিজিটাল ট্রান্সফরমেশন বিষয়ক প্যানেল আলোচনা।
এছাড়াও থাকছে, উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক কর্মশাল, স্টার্টআপ প্রদর্শনী ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং সেশন এবং বিশেষ সাংস্কৃতিক আয়োজন ।
আয়োজনটির সফলতা এবং ব্যাপক প্রচারের লক্ষ্যে আপনাদের সংবাদ মাধ্যমের সক্রিয় সহযোগিতা চেয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে অনুষ্ঠান ওয়াসিফ বলেন, আমরা আন্তরিকভাবে আশা করি, আপনারা সংবাদ সংগ্রহ ও কাভারেজের জন্য এবং অনুষ্ঠানটি সংবাদমাধ্যমে প্রচারের জন্য আপনাদের রিপোর্টার ও ক্যামেরাপার্সনসহ উপস্থিত থাকবেন। আপনার এই অনুষ্ঠানস্থলে উপস্থিতি আমাদের উদ্যোগকে সমৃদ্ধ করবে।
আরও পড়ুন
- বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার
- ফের বাড়লো সোনার দাম, ভরি ১৭১৬০১ টাকা
- এবার স্বর্ণের দাম কমলো ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা
- ‘নতুন অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা’
- সবজির বাজারে আগুন, নিম্নমুখী মুরগি ও ডিমের দাম
- আদানির বকেয়া ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ
- বাড়ল স্বর্ণের দাম
- অর্থবছরের শেষ দিনে দেশের রিজার্ভের পরিমাণ ৩১.৬৮ বিলিয়ন ডলার