চব্বিশের গণঅভ্যুত্থানে আহত রাকিবুলের খোঁজ নিলেন তারেক রহমান
মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ০২:০৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ০৪:০৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান- এর নির্দেশনায় চব্বিশের গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’।
আজ মঙ্গলবার বেলা ১১.৩০ ঘটিকায় (মে ২০, ২০২৫) রাজধানী ঢাকার খিলক্ষেতের তেতুলতলা এলাকায় এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আমরা বিএনপি পরিবার’- এর আহবায়ক ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মোঃ আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন।
এসময় আহত রাকিবুল হাসানের শরীরের খোঁজ নেন ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রতিনিধি দলটি। রাকিবুলের মায়ের সাথেও কথা বলেন তারা। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়া হয় এবং যেকোনো প্রয়োজনে রাকিবুল হাসানের পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন নেতারা।
উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল দল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ) সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৮ জুলাই ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ঢাকার ইসিবি চত্বরে আন্দলোনে অংশ নিয়ে ছাত্রলীগ ও পুলিশের আক্রমনে আহত হন স্বেচ্ছাসেবক দল কর্মী ও ইলেক্ট্রেশিয়ান রাকিবুল হাসান।
আরও পড়ুন
- নির্বাচনের আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি মির্জা ফখরুলের
- সাবেক সচিবের মৃত্যুতে তারেক রহমানের শোক
- গুলি করে চার্লি কার্কে হত্যার ঘটনায় তারেক রহমানের নিন্দা
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- অতীতের ইতিহাসের জন্য জামায়াতকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন ফারুক
- বিশ্বমানবের কাছে হযরত মুহাম্মদ (সা:) অসাধারণ এক আলোকবর্তিকা : মির্জা ফখরুল
- তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দৌলতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত