দৌলতপুরে ধানের শীষের পক্ষে সজীবের ভ্যান শোভাযাত্রা
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ০৫:১৩ পিএম | আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫ ০৫:১৩ পিএম
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসনাইন নাহিয়ান সজীব ধানের শীষের পক্ষে এক ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
গতকাল শনিবার দুপুরে তিনি কয়েক‘শ ভ্যান গাড়িতে হাজারো কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলার মথুরাপুর বড় বাজার থেকে এই শোভাযাত্রা শুরু করেন। শোভাযাত্রাটি তারাগুনিয়া, আল্লারদর্গা বাজার, রিফাইতপুর এলাকা, দৌলতপুর থানা বাজার, আখ সেন্টারমোড় ও দৌলতখালী বাজার হয়ে মথুরাপুর বড় বাজারে এসে শেষ হয়।
এ সময় বিভিন্ন বাজারে পথ সভায় হাসনাইন নাহিয়ান সজীব তাঁর বক্তব্যে বলেন, "বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আমাদের আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। এই ৩১ দফা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের মুক্তির সনদ।"
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দল যাকে যোগ্য বিবেচনা করবে, যার হাতে ধানের শীষ তুলে দিবে আমরা সকলে তার সাথে কাজ করবো ইনশাল্লাহ।
তিনি আশা প্রকাশ করে আরও জানান, বিএনপি'র কেন্দ্রীয় নেতৃত্ব দৌলতপুরের জন্য একজন সৎ, মেধাবী, স্বচ্ছ ও পরিচ্ছন্ন প্রতিনিধি বেছে নেবে।
র্যালিতে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদল সহ হাজারো নেতাকর্মী অংশ নেন।
আরও পড়ুন
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- ওমরাহ পালনে সপরিবারে সৌদি যাচ্ছেন তারেক রহমান
- নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান : সালাহউদ্দিন আহমেদ
- সেন্টমার্টিনে অসহায় জেলে পরিবারের পাশে তারেক রহমান
- কিছু দল নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে: মির্জা ফখরুল
- সিইসির সঙ্গে বিএনপির বৈঠক আজ
- টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুতে তারেক রহমানের শোক