1. »
  2. রাজনীতি

জিয়ার মাজার সংলগ্ন লেক পরিচ্ছন্ন করে শাপলা-শালুক রোপন করলো 'আমরা বিএনপি পরিবার'

রবিবার, ১ জুন, ২০২৫ ০২:৫৮ পিএম | আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫ ০৪:৫৮ পিএম

জিয়ার মাজার সংলগ্ন লেক পরিচ্ছন্ন করে শাপলা-শালুক রোপন করলো 'আমরা বিএনপি পরিবার'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের নির্দেশনায়, রাজধানীর শের ই বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার পরিষ্কার-পরিছন্ন অভিযান ও মাজার কমপ্লেক্সের লেকে ‘পদ্ম-শাপলা ফুলের চারা’ রোপন করেছে আমরা বিএনপি পরিবার। 

আজ রোববার বেলা ১২টার দিকে জিয়াউর রহমানের মাজার সংলগ্ন লেক পরিছন্ন ও শাপলা-শালুক রোপনের এই কর্মসূচি আমরা বিএনপি পরিবার পালন করেছে।

আমরা বিএনপি পরিবারের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন সশরীরে এই পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেন এবং তাঁর নেতৃত্বে সংগঠনের সদস্যরাও পরিচ্ছন্না অভিযান ও শাপলা-শালুক রোপনের কাযে অংশগ্রহণ করেন। 

পরিচ্ছন্ন কার্যক্রম শেষে আতিকুর রহমান সাংবাদিকদের জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক ও প্রথম রাষ্ট্রপতি। তিনি আমাদের জাতীয় নেতা। তাই উনার মাজারের সংলগ্ন লেকে জাতীয় ফুল শাপলা রোপন করলাম। বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে এই জাতীয় নেতার মাজারে কোনো যত্ন, নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনের কাজ করেনি বরং যতটুকু ছিলো তা সুপরিকল্পিতভাবে ধ্বংস করেছে। 

পরিচ্ছন্নতা ও শাপলা শালুক রোপনে অংশ নেয়া ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসানুর রহমান বলেন, একসময় ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে মব সৃষ্টির মাধ্যমে এই মাজার ভাংচুর করার নীলনক্সা বাস্তবায়নের অপচেষ্টা চালিয়েছিলো। আজ তারা ইতিহাসের কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করে দেশ থেকে পালিয়েছে।

আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন বলেন, ময়মনসিংহের ভালুকার শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় স্থানীয়ভাবে শাপলা-শালুক এনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সংলগ্ন লেকে আমরা এই শাপলা শালুক রোপন করেছি।