ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিলেন সালাহউদ্দিন আহমদ
মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ১২:৫২ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ০১:৩৭ পিএম

নিজের গুম হওয়া নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (৩ জুন) সকালে শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তিনি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে এ অভিযোগ দেন সালাহউদ্দিন আহমেদ।
শেখ হাসিনা ছাড়া বাকিরা হলেন— তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, বেনজির আহদেম, ডিএমপির সাবেক কমিশনার আছাদ মিয়া, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, কাউন্টার টেররিজম ইউনিটের সাবেক প্রধান মনিরুল ইসলাম।
সালাহউদ্দিন আহমেদ ‘গুম’ হওয়ার আগে কয়েক সপ্তাহ আগে বিএনপির মুখপাত্র হিসেবে আত্মগোপনে থেকে দায়িত্ব পালন করেন। সে সময় আওয়ামী লীগ সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছিল। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছিলেন গৃহবন্দী।
২০১৫ সালের শুরুর দিকে সালাহউদ্দিন অপহৃত ও ‘গুম’ হন। তার স্ত্রী হাসিনা আহমেদ তার মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন। অনেকে মনে করেন, এই আন্দোলনই নিরাপত্তা বাহিনীকে সালাহউদ্দিনকে ভারতের শিলং পাঠাতে বাধ্য করেছিল।
এর আগে গত বছরের ১৫ অক্টোবর গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ জমা দেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। ওই সময় গণমাধ্যমকে তিনি বলেন, গুম-খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। তখনো এ ব্যাপারে দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভও জানান সালাহউদ্দিন আহমেদ।
আরও পড়ুন
- শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
- একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
- শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাথে সাক্ষাৎ করে জিসানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান
- ফরিদগঞ্জে বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু
- তারেক রহমানের নির্দেশে প্রতিবন্ধী পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান
- দলের কেউ যেকোনো অনৈতিক বা অপরাধমূলক কাজে লিপ্ত থাকলে কঠোর ব্যবস্থা : রিজভী
- কুষ্টিয়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
- গুলিবিদ্ধ ইমরানের অপারেশনসহ চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান