ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দু' দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ০২:২৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ০২:৩৪ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ জুন) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কর্মসূচির উদ্বোধন হবে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে। এ উপলক্ষে আয়োজকরা সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
‘আমরা বিএনপি পরিবার’- এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির নেতৃত্ব দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তার সঙ্গে আরও থাকবেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সংগঠনের উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ ও উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, এবং ‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ সংগঠনের অন্যান্য উপদেষ্টা ও সদস্যরা।
আরও পড়ুন
- নির্বাচনের আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি মির্জা ফখরুলের
- সাবেক সচিবের মৃত্যুতে তারেক রহমানের শোক
- গুলি করে চার্লি কার্কে হত্যার ঘটনায় তারেক রহমানের নিন্দা
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- অতীতের ইতিহাসের জন্য জামায়াতকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন ফারুক
- বিশ্বমানবের কাছে হযরত মুহাম্মদ (সা:) অসাধারণ এক আলোকবর্তিকা : মির্জা ফখরুল
- তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দৌলতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত