1. »
  2. রাজনীতি

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে বিএনপির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ০৭:৫৮ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ০৭:৫৮ পিএম

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে বিএনপির কমিটি গঠন

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। বৃহস্পতিবার (১৯ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।‘

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন’ শীর্ষক কমিটিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে আহ্বায়ক ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে - সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে যারা রয়েছেন তারা হলেন :

১. রুহুল কবির রিজভী - আহবায়ক

২. ড. মোর্শেদ হাসান খান - সদস্য সচিব

৩. খায়রুল কবির খোকন - সদস্য

৪. হাবিব ঊন-নবী খান সোহেল - সদস্য

৫. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি - সদস্য

৬. আব্দুস সালাম আজাদ - সদস্য

৭. সৈয়দ এমরান সালেহ প্রিন্স - সদস্য

৮. ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল - সদস্য

৯. ড. মাহদী আমিন - সদস্য

১০. সুলতান সালাহউদ্দিন টুকু - সদস্য

১১. রকিবুল ইসলাম বকুল - সদস্য

১২. কাজী ছাইয়েদুল আলম বাবুল - সদস্য

১৩. মাহবুবের রহমান শামীম - সদস্য

১৪. সৈয়দ শাহীন শওকত - সদস্য

১৫. আসাদুল হাবিব দুলু - সদস্য

১৬. আলহাজ জি কে গউস - সদস্য

১৭. অধ্যক্ষ সেলিম ভূঁইয়া - সদস্য

১৮. শরিফুল আলম - সদস্য

১৯. শামা ওবায়েদ - সদস্য

২০. অনিন্দ্য ইসলাম অমিত - সদস্য

২১. মাহমুদ হাসান খান বাবু - সদস্য

২২. ব্যারিষ্টার রুমিন ফারহানা - সদস্য

২৩. আফরোজা আব্বাস - সদস্য

২৪. সুলতানা আহমেদ - সদস্য

২৫. আতিকুর রহমান রুমন - সদস্য

২৬. রফিকুল আলম মজনু - সদস্য

২৭. আমিনুল হক - সদস্য

২৮. তানভীর আহম্মেদ রবিন - সদস্য

২৯. মোস্তফা জামান - সদস্য

৩০. আব্দুল মোনায়েম মুন্না - সদস্য

৩১. নুরুল ইসলাম নয়ন - সদস্য

৩২. কৃষিবিদ হাসান জাফির তুহিন - সদস্য

৩৩. শহিদুল ইসলাম বাবুল - সদস্য

৩৪. এস এম জিলানী - সদস্য

৩৫. রাজিব আহসান - সদস্য

৩৬. মো. আবদুস সাত্তার পাটোয়ারী - সদস্য

৩৭. রাকিবুল ইসলাম রাকিব - সদস্য

৩৮. নাছির উদ্দিন নাছির - সদস্য

৩৯. আনোয়ার হোসাইন - সদস্য

৪০. নুরুল ইসলাম খান নাসিম - সদস্য

৪১. হেলাল খান - সদস্য

৪২. জাকির হোসেন রোকন - সদস্য

৪৩. ইশতিয়াক আজিজ উলফাত - সদস্য

৪৪. সাদেক খান - সদস্য

৪৫. আবুল কালাম আজাদ - সদস্য

৪৬. হাজী মজিবুর রহমান - সদস্য

৪৭. আলহাজ মাও. কাজী সেলিম রেজা - সদস্য

৪৮. মাও. মোহাম্মদ আবুল হোসেন - সদস্য

৪৯. ফারজানা শারমিন পুতুল - সদস্য

৫০. প্রফেসর শামীমা সুলতানা লাকী - সদস্য

৫১. প্রফেসর নাহরীন খান - সদস্য

৫২. তৌফিকুল ইসলাম মিথিল - সদস্য

৫৩. আব্দুল্লাহ আল-মামুন - সদস্য

৫৪. সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী - সদস্য

৫৫. সাংবাদিক সাঈদ আব্দুল্লাহ - সদস্য৫

৫৬. সাংবাদিক এহসান মাহমুদ - সদস্য

৫৭. সাংবাদিক সাঈদ খান - সদস্য

৫৮. কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন - সদস্য