রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান তারেক রহমানের
শুক্রবার, ২০ জুন, ২০২৫ ১১:৪৬ এএম | আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ১১:৫৩ এএম

বিশ্ব উদ্বাস্তু দিবস উপলক্ষে রোহিঙ্গা সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারকে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২০ জুন) এক ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘আজ বিশ্ব উদ্বাস্তু দিবসে। আমরা সারা বিশ্বের কয়েক লক্ষ জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সাথে সংহতি প্রকাশ করছি। বাংলাদেশের জন্য এটা শুধু বৈশ্বিক বিষয় নয়, এটা আমাদের জীবন্ত বাস্তবতা।’
তিনি লেখেন, ‘কক্সবাজারে ১.৪ মিলিয়নেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় নিয়ে বাংলাদেশ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক প্রতিশ্রুতি প্রদর্শন করছে। কিন্তু এই সংকট বিশ্বের অন্যতম মহাকাব্য এবং বোঝা বাড়ছে বিপজ্জনকভাবে অস্থিতিশীল।’
তারেক রহমান আরও বলেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছাশ্রম প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর টেকসই চাপ লাগানোর আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে যে, সব দলের দ্বারা এই কাজ করা হবে, কারণ সংকট শেষ হতে অনেক দূরে।’
তিনি আরও লেখেন, ‘আসুন আমরা শান্তিপূর্ণ ও ন্যায়নিষ্ঠ ব্যবস্থা বাস্তবায়ন ও মেনে চলার প্রতি আমাদের অঙ্গীকার নবায়ন করি, যাতে দেশে ফেরার সময় কোনো উদ্বাস্তু পিছিয়ে না থাকে।’
আরও পড়ুন
- নির্বাচনের আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি মির্জা ফখরুলের
- সাবেক সচিবের মৃত্যুতে তারেক রহমানের শোক
- গুলি করে চার্লি কার্কে হত্যার ঘটনায় তারেক রহমানের নিন্দা
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- অতীতের ইতিহাসের জন্য জামায়াতকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন ফারুক
- বিশ্বমানবের কাছে হযরত মুহাম্মদ (সা:) অসাধারণ এক আলোকবর্তিকা : মির্জা ফখরুল
- তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দৌলতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত