শিক্ষার পথে সততা-নিষ্ঠার গুরুত্ব অপরিসীম : লায়ন হারুন
রবিবার, ২২ জুন, ২০২৫ ০৬:১০ পিএম | আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫ ০৬:১০ পিএম

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২২ জুন ২০২৫) সকালে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাখেন বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং কলেজ গভর্নিং বডির সভাপতি লায়ন মো. হারুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রাজনীতির ঊর্ধ্বে উঠে এই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হবে। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, তাই লোভ-লালসা ত্যাগ করে দেশ, জনগণ ও শিক্ষার কল্যাণে কাজ করতে হবে। অতীতে কি হয়েছে, তা নিয়ে ঘাঁটাঘাঁটি না করে আমাদের সামনের দিকে এগিয়ে চলতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হওয়ার কারণে আমাদের এই অঞ্চলের নারী শিক্ষার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়েছে। এই এলাকার উন্নয়ন সাধিত হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে। তাই এই এলাকার প্রতিটি মানুষের উচিত প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার্থে আরো বেশি ভুমিকা রাখা।
এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে সাবেক এমপি বলেন, ‘তোমরা আজ এক নতুন যাত্রার প্রান্তে দাঁড়িয়ে। গত কয়েক বছর এই বিদ্যাপীঠে তোমাদের শিক্ষাজীবন কেটেছে অনেক স্মৃতি জমা হয়েছে। জীবনের প্রতিটি ধাপে সততা, নিষ্ঠা ও একাগ্রতা ধরে রাখতে হবে, এর গুরত্ব অপরিসীম। দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করাই হবে প্রকৃত সফলতা।’
এসময় অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, রূপসা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন খান, মাওলানা আবু তাহের, মো. মানিক পাটওয়ারী, সাংবাদিক সোহেল খান, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বেলায়েত হোসেন খান, ফরিদগঞ্জ আদর্শ একাডেমির অধ্যক্ষ মো. হারুনুর রশিদ ওসমানী, কালির বাজার কলেজের অধ্যক্ষ হাফিজ আল মামুন প্রমূখ।
আরও পড়ুন
- নির্বাচনের আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি মির্জা ফখরুলের
- সাবেক সচিবের মৃত্যুতে তারেক রহমানের শোক
- গুলি করে চার্লি কার্কে হত্যার ঘটনায় তারেক রহমানের নিন্দা
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- অতীতের ইতিহাসের জন্য জামায়াতকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন ফারুক
- বিশ্বমানবের কাছে হযরত মুহাম্মদ (সা:) অসাধারণ এক আলোকবর্তিকা : মির্জা ফখরুল
- তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দৌলতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত