নিজ দলের নেতাকে মারধরের অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি
শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ০৪:৩১ পিএম | আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ০৪:৩৩ পিএম

রাজশাহীতে দলের এক নেতাকে মারধর করে হাসপাতালে পাঠানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক অফিসিয়াল নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, নাহিদুল ইসলামের বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। ফলে শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে দলীয় সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, কেন তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে উপযুক্ত কারণ দর্শিয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহী মহানগরীর রাণীবাজার এলাকার একটি রেস্তোরাঁয়। সেখানে এনসিপির জেলা সমন্বয় কমিটির নেতারা প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলামের রেস্তোরাঁয় বৈঠকে বসেছিলেন। ওই সময় নাহিদুল ইসলাম ও একই পদে থাকা ফিরোজ আলমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাহিদুল ইসলাম উঠে গিয়ে ফিরোজ আলমের বুকে লাথি মারেন।
পরে রাশেদুল ইসলামসহ উপস্থিত অন্য নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং নাহিদুল ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে আহত ফিরোজ আলমকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন
- নির্বাচনের আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি মির্জা ফখরুলের
- সাবেক সচিবের মৃত্যুতে তারেক রহমানের শোক
- গুলি করে চার্লি কার্কে হত্যার ঘটনায় তারেক রহমানের নিন্দা
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
- অতীতের ইতিহাসের জন্য জামায়াতকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন ফারুক
- বিশ্বমানবের কাছে হযরত মুহাম্মদ (সা:) অসাধারণ এক আলোকবর্তিকা : মির্জা ফখরুল
- তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দৌলতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত