1. »
  2. রাজনীতি

গণঅভ্যুত্থানে শহীদের ক্যান্সারে আক্রান্ত ছোট ভাইসহ দু'জনের পাশে 'আমরা বিএনপি পরিবার'

সংবাদদাতা: মোজাহিদ বিল্লাহ, বিডি প্রেস বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ১২:৫৪ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫ ০১:৩০ পিএম

গণঅভ্যুত্থানে শহীদের ক্যান্সারে আক্রান্ত ছোট ভাইসহ দু'জনের পাশে 'আমরা বিএনপি পরিবার'

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান-এর নির্দেশনায়— চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের ২য় অপারেশন ও বগুড়ার গাবতলী উপজেলা নিবাসী রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক সাজেদুল ইসলামের ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জন্য চিকিৎসা সহায়তা প্রদান করবে 'আমরা বিএনপি পরিবার'।

আজ বৃহস্পতিবার বিকাল (০৩ জুলাই ২০২৫) বিএনপি’র চেয়ারপার্সন- এর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

উক্ত মানবিক কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দ সহ ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও সদস্যরা এতে উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে গুলশান কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।