এসএসসির ফল প্রকাশ আজ
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ১১:৫৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ০৩:৫২ পিএম

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশ হচ্ছে। গত কয়েক বছর ধরে ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী, প্রধান অতিথি এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের উপস্থিতিতে একটি আড়ম্বর আয়োজন করা হলেও এবার তা থাকছে না।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দুইটায় একযোগে ফলাফল প্রকাশ হবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর তিনভাবে শিক্ষার্থীরা তা জানতে পারবেন।
প্রথমত, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটে এবং নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট কর্নারে ক্লিক করে নিজেদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ব্যক্তিগত ফল জানতে পারবেন।
দ্বিতীয়ত, তারা নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ফলাফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে নির্ভুলভাবে ফল জেনে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
তৃতীয়ত, ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষরে লিখতে হবে এসএসসি> বোর্ডের প্রথম তিন অক্ষর> রোল নম্বর> পরীক্ষার সাল। এরপর তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ-ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে লিখতে হবে SSC> DHA> Roll Number>2025। এটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, ‘ফল পুরোপুরি প্রস্তুত। টেকনিক্যাল বিষয়গুলোও সব যাচাই শেষ। বৃহস্পতিবার দুপুর ২টায় একযোগে ফল ঘোষণা করা হবে।’
ফল প্রকাশের পর যারা অসন্তুষ্ট হবেন, তারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। পুনঃনিরীক্ষণের আবেদন ১১ জুলাই, শুক্রবার সকাল থেকে শুরু হবে এবং এটি চলবে ১৭ জুলাই পর্যন্ত। আবেদন করতে হবে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে, এবং প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। পরীক্ষায় মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন ছাত্রী এবং ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন ছাত্র। তবে প্রথম দিনেই সারাদেশের ৩,৭১৫টি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৬,৯২৮ জন শিক্ষার্থী, যা পরবর্তীতে বেড়ে যায়।
আরও পড়ুন
- পাঁচ মাস পর কুয়েটের ক্লাস শুরু আজ
- মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সুরভি’তে শোকসভা অনুষ্ঠিত
- নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য জানতে যোগাযোগ করবেন যেসব নম্বরে
- মাইলস্টোন দুর্ঘটনার পর স্থগিত আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা
- গোপালগঞ্জে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
- বিলুপ্ত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদ
- সকল হত্যাকান্ড ও নাশকতার সুষ্ঠু তদন্তসহ বিচার নিশ্চিত করতে হবে : ইউট্যাব
- জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের পাশে সিকৃবি পরিবার