1. »
  2. রাজনীতি

তারেক রহমানের নির্দেশনায় ফেনীর বন্যা কবলিতদের সাহায্য প্রদান

বিডি প্রেস ডেস্ক রিপোর্ট শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ০১:২৮ এএম | আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ ০১:২৮ এএম

তারেক রহমানের নির্দেশনায় ফেনীর বন্যা কবলিতদের সাহায্য প্রদান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফেনীতে ভারতীয় পানির কারণে সৃষ্ট বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে নগদ টাকা এবং রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১০ জুলাই) মানবিক এই কর্মসূচি পালন করা হয়। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সিরহাটে ভারতীয় পানিতে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে নগদ টাকা এবং রান্না করা খাবার বিতরণ করেন ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্নয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

কর্মসূচি বাস্তবায়নের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফুলগাজী উপজেলা বিএনপি এবং  ফেনী জেলা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

আরও পড়ুন