1. »
  2. রাজনীতি

মহতুল হোসাইনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ১১:০১ এএম | আপডেট: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ১১:০১ এএম

মহতুল হোসাইনের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক


বান্দরবান জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক কাজী মহতুল হোসাইন যত্নের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মহতুল হোসাইন ছিলেন একজন জাতীয়তাবাদী দর্শনে গভীর বিশ্বাসী নেতা। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) এক তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, বান্দরবান জেলা বিএনপি'র সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদক প্রবীণ আইনজীবী এডভোকেট কাজী মহতুল হোসাইন যত্ন গতকাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। এডভোকেট কাজী মহতুল হোসাইন যত্ন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

মির্জা ফখরুল বলেন, "এডভোকেট কাজী মহতুল হোসাইন যত্ন এর মৃত্যুতে তার শোকার্ত পরিবারবর্গের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। তিনি বান্দরবান জেলা বিএনপি'র একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে নেতাকর্মীদের নিকট সুপরিচিত ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। প্রবীণ আইনজীবী হিসেবে পেশাগত জীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকবিহ্বল পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।"

বিএনপি মহাসচিব শোকবার্তায় এডভোকেট কাজী মহতুল হোসাইন যত্ন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।