জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের পাশে সিকৃবি পরিবার
মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ১০:২১ এএম | আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ১০:৪৫ এএম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পক্ষ থেকে শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সাথে স্বাক্ষাৎ ও আর্থিক অনুদান প্রদান কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
০৯ জুলাই (বুধবার) জুলাই আন্দোলনে শহীদ মো. মুস্তাক আহমদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক খসরু মোহাম্মদ সালাহউদ্দিন প্রমুখ।
মো. মুস্তাক আহমদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। এসময় তিনি তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেন।
তিনি বলেন, সহিংসতা ও অস্থিরতা কখনোই কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় মতপ্রকাশ এবং দাবি আদায়ের মাধ্যমে সমাজে স্থিতিশীলতা ও সমবেদনার চর্চা আরও প্রসারিত হোক-এটাই আমাদের কাম্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় যেন সিলেটসহ সারাদেশ আবার শান্তির পথে ফিরে আসুক, সেই প্রত্যাশায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার সর্বদায় তাদের পাশে থাকবে। এসময় শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
আরও পড়ুন
- পাঁচ মাস পর কুয়েটের ক্লাস শুরু আজ
- মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সুরভি’তে শোকসভা অনুষ্ঠিত
- নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য জানতে যোগাযোগ করবেন যেসব নম্বরে
- মাইলস্টোন দুর্ঘটনার পর স্থগিত আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা
- গোপালগঞ্জে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
- বিলুপ্ত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদ
- সকল হত্যাকান্ড ও নাশকতার সুষ্ঠু তদন্তসহ বিচার নিশ্চিত করতে হবে : ইউট্যাব
- হলের ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু