1. »
  2. শিক্ষা

সকল হত্যাকান্ড ও নাশকতার সুষ্ঠু তদন্তসহ বিচার নিশ্চিত করতে হবে : ইউট্যাব

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ১০:৪৬ এএম | আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫ ১০:৪৬ এএম

সকল হত্যাকান্ড ও নাশকতার সুষ্ঠু তদন্তসহ বিচার নিশ্চিত করতে হবে : ইউট্যাব

বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্প্রতিক হত্যাসহ সকল হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে করার দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

আজ মঙ্গলবার (১৪ জুলাই ২০২৫) (ইউট্যাবের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিট সভাপতি অধ্যাপক ড. মো. ছিদ্দিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সামিউল আহসান তালুকদারের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানান তারা।

বিবৃতিতে বলেন, ৫ আগস্ট ২০২৪-এর গণ-অভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন, সাম্প্রতিক নাশকতামূলক ঘটনার প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতায় এখন ম্লান হয়ে পড়ছে। গত ৯ জুলাই ঢাকার মিটফোর্ডে ব্যবসায়িক বিরোধে ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। পুলিশ তদন্তে এটি ব্যবসায়িক দ্বন্দ্ব হলেও একটি মহল রাজনৈতিক বিভেদ সৃষ্টির লক্ষ্যে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। গত ১০ জুলাই সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমান হত্যাকান্ডেও রাজনৈতিক বিভ্রান্তি ছড়ানো হয়েছে। গত ১১ জুলাই চাঁদপুরে খতিব নূর রহমান মাদানীর ওপর সংঘটিত জঙ্গি হামলাকেও একটি মহল রাজনৈতিক রঙ দিয়ে কাঁদা ছোড়াছুড়ির হাতিয়ার বানাতে চাচ্ছে। এই ধরনের অপপ্রচার কোনো বিচারপ্রক্রিয়াকে সহায়তা করে না; বরং তা দেশে অরাজকতা সৃষ্টি করে আসন্ন জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্রের অংশ বলেই মনে হয়।

আরও বলেন, এই পরিস্থিতিতে সিকৃবি ইউট্যাব- এর পক্ষ থেকে আমরা সকল সহিংস ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক বিভাজন ও উসকানিমূলক কর্মকান্ড বন্ধ করার জোরালোভাবে দাবি জানাচ্ছি।