সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তি করায় কক্সবাজারে বিএনপির তীব্র নিন্দা ও ক্ষোভ
রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১১:৫৩ এএম | আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১১:৫৩ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে কটুক্তি ও মানহানিকর বক্তব্য দেয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা।
গতকাল শনিবার (১৯ জুলাই) এক বিবৃতিতে জেলা নেতৃবৃন্দ এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারীসহ দলীয়ভাবে ওই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে কক্সবাজার জেলা বিএনপি।
কক্সবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক বিবৃতিতে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেন, সালাহউদ্দিন আহমদ হলেন মাটি ও মানুষের নেতা, যিনি মনের ভাষা বুঝে রাজনীতির পাঠ নিয়েছেন। ছোট থেকে বৃদ্ধ যে কোনো বয়সী মানুষ যার জন্য আকুল হয়ে থাকেন। আর সেই মানুষের নামে বানোয়াট প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে; যা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
তারা বলেন, সালাহউদ্দিন আহমদ রাজনীতির মাঠে একজন মৃত্যুঞ্জয়ী বীর। তিনি কেবল কক্সবাজারের নয়, জাতীয় সম্পদ। তিনি দেশের জন্য, জাতীয়তাবাদী রাজনীতির জন্য নিজের জীবনের পরোয়া করেননি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার সালাহউদ্দিন আহমদকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে গুম করেছিলেন। সেই গুম রাজ্য থেকে আল্লাহর অসিম রহমতে ফিরে টানা ৯টি বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন তিনি। যার ফিরে আসার জন্য অপেক্ষা করেছে পুরো দেশবাসী।
তাদের মতে, দেশ যখন সংকটে পড়ে তখন সালাহউদ্দিন আহমদ ফিরে ফিরে আসেন। তার মতো জাতীয় নেতাকে নিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীর এমন কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। এটা রাজনীতির জন্য অকল্যাণকর।
জেলা বিএনপির এই দুই নেতা বলেন, এ ধরণের মিথ্যা, বানোয়াট ও শিষ্টাচার বর্জিত বক্তব্য জাতির ঐকবদ্ধ অগ্রযাত্রায় ফাটল ধরাতে সহায়তা করবে; যা কোনোভাবেই কাম্য নয়।
আরও পড়ুন
- এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি : সালাহউদ্দিন
- মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত পাইলটের পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান
- নির্বাচন যত দেরি হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে: গয়েশ্বর
- মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
- চিকিৎসার জন্য চীন যাচ্ছেন লুৎফুজ্জামান বাবর
- ‘শোকাবহ মুহূর্তকে নিজ স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকুন’ : তারেক রহমান
- বিমান বিধ্বস্তের ঘটনায় চাঁদপুররের ফরিদগঞ্জে দোয়া
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমার খোঁজ নিয়েছেন : জামায়াত আমির