চিকিৎসার জন্য চীন যাচ্ছেন লুৎফুজ্জামান বাবর
বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ১১:০৩ এএম | আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ১১:০৩ এএম
চিকিৎসার জন্য চীন যাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ অন্যান্য রোগের চিকিৎসা নেবেন তিনি।
আজ বুধবার (২৩ জুলাই) দুপুর দুইটায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
লুৎফুজ্জামান বাবরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দীর্ঘদিন কারাভোগে নানা ধরনের অসুস্থতায় ভুগছেন বাবর। ইউরোপ-আমেরিকার পাশাপাশি সিঙ্গাপুরে এসব রোগের ভালো চিকিৎসা ব্যবস্থা থাকলেও ব্যয় সংকোচনের জন্য তিনি চীনে যাচ্ছেন। প্রায় দুই সপ্তাহের চিকিৎসা শেষে আগামী ৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
১৭ বছর কারাভোগের পর এ বছর ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ২০০৭ সালের ওয়ান-ইলাভেন সরকার ও পরে পুরো আওয়ামী আমলজুড়েই কারাগারে ছিলেন এই বিএনপি নেতা।
এ সময়ে তার নামে দায়ের অনেকগুলো মামলার মধ্যে চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সবগুলো মামলা থেকে খালাস পান তিনি।
লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়লাভ করেন তিনি। ২০০১-২০০৬ মেয়াদে জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর।
আরও পড়ুন
- জামায়াত নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে জড়িত : জাহেদ উর রহমান
- দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- নারী ও শিশু কল্যাণে বিএনপির পরিকল্পনা জানালেন তারেক রহমান
- সন্ত্রাসী-চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারে না : রিজভি
- মনোনয়নপ্রত্যাশীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ তারেক রহমানের
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- আজ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান
- দৌলতপুরে ধানের শীষের পক্ষে সজীবের ভ্যান শোভাযাত্রা