পাঁচ মাস পর কুয়েটের ক্লাস শুরু আজ
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ১১:০১ এএম | আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ১১:০১ এএম

দীর্ঘ পাঁচ মাস দশ দিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (২৯ জুলাই) থেকে।
শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বলেন, শিক্ষক ও ছাত্ররা একমত হয়েছেন। ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে। এজন্য আজ (২৯ জুলাই) থেকে ক্লাস শুরুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে চলছে অচলাবস্থা। শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনশনের প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল উপাচার্যকে অপসারণ করে সরকার। গত ১ মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে থেকে ক্লাস শুরুর কথা থাকলেও একাডেমিক কার্যক্রমে ফেরেননি শিক্ষকরা।
ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিতের বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানায় কুয়েট শিক্ষক সমিতি। এরপর গত ২১ মে ড. মো. হযরত আলী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকে অচল অবস্থায় রয়েছে কুয়েট বিশ্ববিদ্যালয়। একদিকে শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ। অন্যদিকে প্রশাসনিক কার্যক্রম স্থবির রয়েছে। একাডেমিক কার্যক্রম এবং আর্থিক কার্যক্রম বন্ধ রয়েছে।
আরও পড়ুন
- মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় সুরভি’তে শোকসভা অনুষ্ঠিত
- নিখোঁজ শিক্ষার্থীদের তথ্য জানতে যোগাযোগ করবেন যেসব নম্বরে
- মাইলস্টোন দুর্ঘটনার পর স্থগিত আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা
- গোপালগঞ্জে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
- বিলুপ্ত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদ
- সকল হত্যাকান্ড ও নাশকতার সুষ্ঠু তদন্তসহ বিচার নিশ্চিত করতে হবে : ইউট্যাব
- জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের পাশে সিকৃবি পরিবার
- হলের ভবন থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু